খয়ের ইলেট্রিক নামে ভূয়া ফেইসবুক আইডির খোলার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ৮:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে খয়ের ইলেট্রিক ব্যবসা প্রতিষ্টানের নামে ভূয়া ফেইসবুক আইডি খোলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রবিবার বিকেলে জেলা প্রশাসক বরারব প্রতিষ্টানের মালিক সোয়াইবুর রহমান লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের অনুলিপি সিলেট বিভাগীয় কমিশানার, সিলেট পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বনাথ ও বিশ্বনাথ প্রেসক্লাবে প্রদান করা হয়।
অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের পুরান বাজারস্থ খয়ের ইলেট্রিক প্রতিষ্টানের মালিক সোয়াইবুর রহমান ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি তার কিছু শুভাকাঙ্খীর মাধ্যমে জানতে পারেন তার খয়ের ইলেট্রিক ব্যবসা প্রতিষ্টানের নামে কে বা কারা একটি ভূয়া ফেইসবুক আইডি খুলেছে। সে আইডি ব্যবহার করে প্রতিষ্টানের মালিক কে সামাজিকভাবে হেয় করার জন্য তাহার ছবির সাথে ফটোশপে কাজ করে অশ্লীনভাবে একজন মহিলার ছবি জুড়ে দেয়া হয়েছে। সেই সাথে এই আইডি দিয়ে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়া হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর বিরুদ্ধে বিভিন্ন অশ্লীন,কুরচিপূর্ণ বক্তব্য ও ছবি ট্যাগ করা হচ্ছে বলে প্রতিষ্টানের মালিক জানতে পারেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরোও বলা হয়, খয়ের ইলেট্রিক নামে প্রতিষ্টানের কোন ফেইসবুক নেই। ফেইসবুক ব্যবহার করাও প্রতিষ্টানের মালিকের জানা নেই। প্রতিষ্টানের মালিকের বয়স ৫০ বছর। তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আইনের কাছে দোষী বানিয়ে বিপদে ফেলার জন্য কোন দুষ্ট চক্রের অপকৌশল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দুষ্ট চক্রকে আইনের আওতায় আনার এবং ভূয়া ফেইসবুক আইডি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানানো হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মমদ আসাদুল হক অভিযোগের অনুলিপি পাওয়ার সত্যতা স্বীকার করেন।