গোয়াইনঘাটে অগ্নিকান্ড, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৫ ইং, ৯:৪০ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৯৪ বার পঠিত

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে বাজারের কাপড় ব্যবসায়ী জমির উদ্দিনের কাপড়ের গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুূর্তে গুদামের পার্শ্ববর্তী তার কাপড়ের শো-রুমে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে গুদাম ও দোকানের সব মালামাল পুড়ে যায়।
আগুনে দোকানের পার্শ্ববর্তী ছানাবাবু নামের এক ব্যক্তির চায়ের দোকানও ক্ষতিগ্রস্থ হয়। প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।