গোয়াইনঘাটে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৫ ইং, ৬:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডটকম নিউজ ডেক্স:: সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে ইয়াছিন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উদয়ন গুচ্ছগ্রামের মনজুর আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশে একটি গাছের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে বুধবার সকালে গোয়াইনঘাট থানার এসআই ইউনুছ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের বরাবরে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ দাফন করা হয়। নিহতের বড় ভাই মোস্তফা জানান ইয়াছিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।