চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন আ.লীগ নেতা আ.ন.ম. শফিক
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৪:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৮০৯ বার পঠিত
নিউজ ডেক্স::সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ.ন.ম. শফিকুল হক চিকিৎসার জন্য চলতি মাসেই ভারত যাবেন। সরকার তার চিকিৎসায় অনুদান দেবে বলে আশ্বাস মিলেছে। লিভার সিরোসিস ও ক্যান্সারে আক্রান্ত আ.ন.ম. শফিক।
বিদেশে তার চিকিৎসার জন্য ৫০ লাখ টাকারও বেশি প্রয়োজন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মাধ্যমে তার অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিস্তারিত সংবাদ সংগ্রহ করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আ.ন.ম. শফিকুল হকের চিকিৎসায় অনুদান দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ইতোমধ্যে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী এবং দলীয় নেতাকর্মীরা তাকে আর্থিক সহযোগিতা করেছেন, করছেন। টাকার পরিপূর্ণ জোগাড় হলেই আ.ন.ম. শফিকুল হক এ মাসেই চিকিৎসার জন্য ভারত যাবেন বলে জানা গেছে।