চৌকিদেখি রাস্তার পাশ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫ ইং, ৭:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৯ এর একটি দল। তবে অভিযানকালে আগ্নেয়াস্ত্রের মালিককে আটক করা সম্ভব হয়নি। আগ্নেয়াস্ত্র দুইটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পায় র্যাব।
শুক্রবার রাত ১টার দিকে সিলেট মহানগরীর বিমানবন্দর থানাধীন আম্বরখানা-বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা বাগান এলাকার চৌকিদেখিস্থ গলফ ক্লাব এর সামনের রাস্তা থেকে আগ্নেয়াস্ত্র দুইটি উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জালাল উদ্দীন আহম্মদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো ওয়ান শ্যুটার। পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো জিডিমূলে (নং ৪৮১) বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।