ছাতকে একই স্থানে দুই প্রবাসীর সভা, ১৪৪ ধারা
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৫ ইং, ১:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৭৩০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ নিউজ ডটকম ডেক্স::সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
জাউয়াবাজার এলাকায় দুই প্রবাসী একই সময় সভা আহ্বান করায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সেখানে এ ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার সকাল থেকে ১৪৪ ধারার বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিং করা হচ্ছে।
সোমবার সকাল ৬টায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজিবুর রহমান এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকেব।
জাউয়াবাজার এলাকায় দুই প্রবাসী একই সময় সভা আহ্বান করায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সেখানে এ ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার সকাল থেকে ১৪৪ ধারার বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিং করা হচ্ছে।
সোমবার সকাল ৬টায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজিবুর রহমান এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকেব।
এ ব্যাপারে ছাতকের জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এলাকায় দুই প্রবাসী একই সময় সভা আহ্বান করায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ছাতক উপজেলার ছাতারকই গ্রামের লন্ডন প্রবাসী গয়াছ মিয়া স্থানীয় জাউয়া বাজারে সোমবার সকাল ১০টায় সভা আহবান করেন। অপরদিকে, একই সময়ে একই জায়গায় উপজেলার পাইগাও গ্রামের লন্ডন প্রবাসী আলী জ্যাকোও সভা আহ্বান করেন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন জাউয়া বাজার ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করে।