জগন্নাথপুরে বাস চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৮:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৭০ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী মিনিবাস চাপায় রুনা দাস (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে দিরাই উপজেলার চন্নারচর গ্রামের রাম কুমার দাসের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর এলাকার মিন্টু রঞ্জন ধরের একটি কলোনীতে ভাড়াটে বসবাস করছিল। জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের পৌর এলাকার হাসিমাবাদ নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানাগেছে, বুধবার বিকেলে একটি যাত্রীবাহী মিনিবাস (সুনামগঞ্জ-জ-১১-০০২২) সুনামগঞ্জ থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি জগন্নাথপুর পৌর এলাকার হাসিমাবাদ নামক স্থানে এসে পথচারী শিশু রুনা দাসকে চাপা দেয়। এ সময় বাসের চাপায় শিশুটির মাথা তেতলে যায় এবং ঘটনাস্থলেই রুনা দাসের মৃত্যু হয়। তখন উত্তেজিত জনতা গাড়িটিকে আংশিক ভাংচুর করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। জগন্নাথপুর থানার ইর্মাজেন্সি অফিসার এস আই রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।