জানাইয়া মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ৮:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৬০৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে জানাইয়া মাঠে সোমবার ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করেছে। ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি মো. রুহেল খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক, ক্রীড়ানুরাগী মো. মবশ্বিও আলী। টুর্নামেন্টের উদ্বোধন কওে বিশিষ্ঠ সমাজসেবক, ক্রীড়ানুরাগী সালমান চৌধুরী শাম্মী।
ধারাভাষ্যকার শুভরাজ চন্দ্রের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক মো. আবুল খায়ের, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, ক্রীড়ানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম সিরাজ, নূরুল হক মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, অখিল পাল, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, আক্তার হোসেন, আমির আলী, জুয়েল আহমদ, তপন মালাকার, সুহেব আহমদ, কামাল আহমদ। উদ্বোধনী খেলায় এ্যাপলো ও দূর্যাকাপন রয়েলস ক্রিকেট ক্লাব পরস্পরের মোকাবেলা করে।