নিউজ ডেক্স::মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুইপ্রার্থীর একই স্থানে সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম ১৪৪ ধারা জারি করেন। এ ধারা রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান জানান, উপ-নির্বাচনকে কেন্দ্রে করে আওয়ামী লীগ সমথির্ত প্রার্থী বদরুল হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গুলশান আরা মিলি উপজেলা সদরে সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ জুড়ী উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।