জেনে নিন বলিউডের নায়িকাদের কার পারিশ্রমিক কত?
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ১০:২২ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৩১ বার পঠিত
নিউজ ডেক্স:: গ্ল্যামার জগৎ সম্পর্কে আমাদের কৌতূহলের শেষ নেই । ঝাঁ চকচকে লাইট-ক্যামেরা-অ্যাকশনে মোড়া এই দুনিয়ার হাঁড়ির খবর জানতে সবসময় মুখিয়ে থাকি আমরা। কার সম্পর্ক ভাঙল, আর কাদের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠল তা নিয়ে গুঞ্জন তো চলতেই থাকে । কিন্তু এমন অনেক খবরই আছে যা নিয়ে কখনও আলোচনা হয় না । কিন্তু কৌতূহল থেকে যায় মনে । এমনই এক বিষয় হল পারিশ্রমিক । তাই এবার গ্ল্যাম-গার্লদের পারিশ্রমিকের শীর্ষে কারা দেখে নেওয়া যাক এক ঝলকে ।
দীপিকা: বলিউডে প্রথম সারির নায়িকাদের মধ্যে এখন শীর্ষে নাম রয়েছে দীপিকার । প্রতি সিনেমা বাবদ দীপিকা পেয়ে থাকেন আট থেকে নয় কোটি টাকা । সম্প্রতি তিনি ব্যস্ত আছেন সঞ্জয় বনশালীর ছবি ‘বাজিরাও মাস্তানি’-এর শুটিংয়ে । এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন তাঁর রিয়েল লাইফ প্রেমিক রণবীর সিং ।ক্যাটরিনা কাইফ: সালমানের হাত ধরে বলিউডে পা রাখেন ক্যাটরিনা কাইফ । বর্তমানে তিনি এখন বলিউডের সফল একজন নায়িকা । প্রতি ছবি বাবদ ক্যাট পেয়ে থাকেন পাঁচ থেকে ছয় কোটি থাকা । কয়েকদিনের মধ্যে তিনি কাপুর পরিবারের বৌ হতে চলেছেন ।
করিনা কাপুর: কাপুর পরিবারের ছোট মেয়ে করিনা তাই গ্ল্যামারের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকদিনের । প্রতি ছবিতে থেকে বেবো পেয়ে থাকেন আট থেকে নয় কোটি । বলিউডের তাঁর আপকামিং ছবি ‘বাজরাঙ্গী ভাইজান’। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সালমান খান ।
বিপাশা বাসু: মডেলিং থেকে বলিদুনিয়ায় পা রাখেন বিপাশা । সম্প্রতি ‘অ্যালোন’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে । বিপাশার প্রতি ছবি থেকে আয় চার থেকে পাঁচ কোটি ।
অনুষ্কা শর্মা: ভারতীয় ক্রিকেটার বিরাট কোহিলির প্রেমিকা অনুষ্কা শর্মা । বর্তমানে বলিউডে নিজের জায়গা বেশ পাকা করে নিয়েছেন এই নায়িকা । প্রতি ছবিতে থেকে অনুষ্কার আয় পাঁচ থেকে ছয় কোটি । সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি ‘এনএইচ-১০’এ অনুষ্কার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে ।
কঙ্গনা রাণাওয়াত: এই বছর ভারতের জাতীয় পুরস্কারের সম্মানটি কঙ্গনার ঝুলিতে । কঙ্গনার প্রতি ছবি থেকে আয় তিন থেকে চার কোটি ।