জৈন্তাপুরে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ঘে আহত ৫
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ১০:০২ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৪৪ বার পঠিত
জানা গেছে, বিকেলে দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৭টার দিকে ছাত্রলীগ কর্মী সাগর সেন শুভ, ফয়েজ আহমদ রানা, আহমদ নাছিমসহ ৪/৫ জন নেতাকর্মী স্মৃতি সৌধ এলাকায় অবস্থান নেন। এ সময় অপর পক্ষের সাব্বীর, হাবিব, জাকারিয়া, কিবরিয়া, শাহিনসহ ৭/৮জন নেতাকর্মী আরেক পাশে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ইট পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হন। খাসিয়া হাটির রাধিকা রঞ্জন পাল সাবুলের বাড়িতে একটি পক্ষের লোকজন ইট পাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে ঘরের দরজা জানালার গ্লাস ভাংচুর করেন।
এ সময় পাথরের আঘাতে সাবুলের বৃদ্ধ মা শৈল্যা বালা পাল আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় স্থানীয় তরমুজ ব্যবসায়ী ফজলু মিয়ার মালামালেরও ক্ষতি সাধিত হয়েছে।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার সাব-ইন্সúেক্টর মোতালিব হোসেন ও এসআই স্বপন কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পুলিশ ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ঘটনার খবর জেনে রাতেই ক্ষতিগ্রস্ত বাসা বাড়ি পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইন্তাজ আলী, হানিফ আহমদ, তাজ উদ্দিন আহমদ সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।