জয়কে অপহরণ ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ শাবি ছাত্রলীগের
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৫ ইং, ৭:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১১০২ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স::শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিছিল সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ মিছিল করে ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়ের গ্রুপের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকলেও তারা তা অমান্য করে মিছিল সমাবেশ করে বলে বিভিন্ন সূত্র জানায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক এমদাদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সভা-মিছিলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ভিসি স্যারের সঙ্গে কথা বলে জানা যাবে।
তবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূইয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
শাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায় বলেন, যেসব ছাত্রলীগ নেতাকর্মীরা হত্যা মামলার আসামী তাদের নিয়ে প্রশাসন কয়েকদিন আগে বৈঠক করেছে এবং ওই সব নেতাকর্মীকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শহরে পাঠানো হয়। তাই আমরা মনে করি প্রশাসনের নিষেধাজ্ঞার আর কোনো মূল্য নেই।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরণের সভা, মিছিল, মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় সিন্ডিকেটের বৈঠকে।