‘ডিজিটাল শব্দটি কোন দলের শ্লোগান নয়’
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫ ইং, ১২:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৬২ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রধান মন্ত্রীর কার্যালয়ের এটু-আই প্রোগ্রামের উদ্যোগে সোমবার বিকেলে মেলার উদ্ভোধন করেন সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিকেলে উপজেলা হল রুমে বালাগঞ্জের ইউএনও আশরাফুর রহমানের সভাপতিত্বে ও নয়ন তালুকদারের পরিচালনায় উদ্ধোধন পরবর্তী অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ডিজিটাল বাংলাদেশ মানে দুর্নীতি মুক্ত একটি দেশ।
ডিজিটাল শব্দটি কোন দলের শ্লোগান নয় উল্লেখ করে তিনি বলেন ডিজিটাল মানে তথ্য প্রযুক্তি নির্ভর একটি নাম এটি কোন দল বা বিশেষ মহলের কোন শ্লোগান নয়। কম খরছে ও কম সময়ে মানুষকে দ্রুত সেবা দেয়ার নামই হচ্ছে ডিজিটাল পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে দুর্নীতি নেই কিংবা কোন দালালী ও হয়না। বর্তমান সময়ে বাংলাদেশে সব ধরনের সেবা এখন অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে এতে সাধারন মানুষের ভোগান্তি কম হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুল হক, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আজগর, কবালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান আনহার মিয়া, তাজপুর ইউপির চেয়ারম্যান ইমরান রব্বানী, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ, সাংবাদিক রজত দাস ভুলন, শাহাবউদ্দিন শাহীন, তাজপুর ইউপির তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আবুল কালাম আজাদ। অনুষ্টানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, দেওয়ান বাজার ইউপির চেয়ারম্যান নাজমুল আলম নজম, সাদিপুর ইউপির চেয়ারম্যান হাজী আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
মেলায় বিভিন্ন প্রতিষ্টান থেকে প্রায় ৩০টি ষ্টল বসানো হয়। আনুষ্টানিক ভাবে মেলার উদ্ভোধন করাই পরেই জেলা প্রশাসক বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি উপেক্ষা করে সবক’টি ষ্টল পরিদর্শন করেন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম নোমান আহমদ কাওছার ও গীতাপাঠ করেন কালীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ চক্রবর্ত্তী।