ডিজিটাল হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫ ইং, ১১:২৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৭২ বার পঠিত
ঢাকা: ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ডিজিটাল প্রশ্নপত্র প্রণয়নবিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে কর্মকর্তা পর্যায়ের সভায় গৃহীত এই সিদ্ধান্ত মন্ত্রীর উপস্থিতিতে পরবর্তী সভায় চূড়ান্ত হবে বলে জানা গেছে।
এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রশ্নব্যাংক প্রস্তুত না হওয়ায় স্বল্পমেয়াদি পরিকল্পনা হিসেবে পরীক্ষা গ্রহণের জন্য বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষার পূর্ব মুহূর্তে বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে তাৎক্ষণিক প্রশ্নপত্র প্রণয়ন করে ডিজিটাল পদ্ধতিতে তা বিতরণ ও মুদ্রণের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ জন্য চার সেট প্রশ্ন পত্র প্রণয়ন করে তা সফটওয়্যারে জেলা প্রশাসক বরাবর প্রেরণ এবং তাদের তত্ত্বাবধানে মুদ্রণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া সভায় আগামী নিয়োগ পরীক্ষা বিভাগভিত্তিক অথবা সারা দেশকে চার ভাগে ভাগ করে গ্রহণ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর জানান, এর আগে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুসারে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা গেলে প্রশ্ন ফাঁসের ঝুঁকি রোধ করা যাবে।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩০ হাজার শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ করা হয়েছে। খুব শিগগির এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।