তথ্যপ্রযুক্তি সেবাকে কাজে লাগাতে হবে — জেলা প্রশাসক শহিদুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ২:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি সেবাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তথ্যপ্রযুক্তির ওই সেবাকে যথাযথভাবে কাজে লাগাতে হলে শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি সোমবার দুপুরে বিশ্বনাথে উপজেলায় দুইদিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য এ কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তাক আহমদ।
এসময় ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন, উপজেলার অলংকারী ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, উপজেলা প্রকৌশলী আবু বক্কর, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, মফিজ আলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নেহারুন নেছা, উপজেলা জাতীয় পার্টিন সভাপতি সিতাব আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ও আলোকিত বিশ্বনাথ এর সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধক্ষ্য অসিত রঞ্জন দেব, সদস্য প্রঞ্জয় বৈদ্য অপু, প্রেসক্লাব সদস্য ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, নুর উদ্দিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় ১৬টি স্টল অংশগ্রহন করেছে।