তাহমিনা রুশদী লুনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৫ ইং, ১০:১৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩৬১ বার পঠিত
নিউজ ডেক্স::যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথ উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগরের উন্নয়নের রূপকার জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন ও বর্তমান অবৈধ সরকার পতন আন্দোলন কে অতীতের চেয়ে আরো বেগবান করার লক্ষে জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী সিলেট জেলা বিএনপির প্রথম সদস্য ও সাবেক ছাত্রনেত্রী তাহমিনা রুশদী লুনার নেতৃত্বে এবংসম্মেলনের মাধ্যমে উনার ঘোষিত বিশ্বনাথ,বালাগঞ্জ ও ওসমানীনগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কমিঠির সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন কর্মসূচিতে সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে অংশগ্রহণ করে সর্বাতক সফল করার আহবান জানান.এবং আমাদের প্রানপ্রিয় নেতা এম ইলিয়াস আলী বর্তমান ফ্যাসিস সরকারের নীলনকশার শিকার হয়ে গুম হওয়ার পর থেকে আজ দীর্ঘদিন অতিবাহিত কালে তার সন্ধান আন্দোলন কে বৃটেনের সর্বস্থরে ছড়িয়ে দেওয়ার লক্ষে যুক্তরাজ্য বিএনপির প্রবীন নেতা আবুল কালাম আজাদ কে আহবায়ক এবং িআলহাজ তৈমুছ আলী কে সদস্য সচিব করে গঠিত ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকের আহবানে সকল কর্মসূচিতে যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথ উপজেলা ছাত্রদল যুবদলের সাবেক নেতৃবৃন্দ সহ সর্বস্থরের ইলিয়াসভক্ত এবং জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ কে অংশগ্রহণ করে বহির্বিশ্বে ইলিয়াস আলীর সন্ধান আন্দোলন কে অতীতের চেয়ে আরো বেগবান করে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুমনামক কারাগার থেকে মুক্তকরে আনার উদারত আহবান জানান.
বিবৃতিদাতা হলেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আকলুছ মিয়া,জয়নাল আবেদীন,আব্দুল বাসিত বকুল,আফজাল হোসেন,বিএনপি নেতা কদর উদ্দিন,তৈবুর রহমান,মদরীছ আলী মফজ্জুল,আব্দুল হক,কামাল আহমদ বাবুল,সাবেক ছাত্রনেতা,মুহিবুর রহমান মাখন,এম তানবীর আহম্মদ,মখলুছ আলী, মুমিনুর রহমান মুরাদ,আমিনুর রহমান,আতিকুর রহমান,শফিকুল ইসলাম,সুমন পারভেজ চৌধুরী,আতিকুর রহমান লিটন,শাহ তাজুল ইসলাম,বাবুল আহমদ,আব্দুল ওয়াহিদ আলমগীর,কয়ছর আলী শাহীন,লোকমান হোসেন,আবু তাহের,শরিফুল ইসলাম,ফখর উদ্দিন,শেখ হারুন রশিদ,এস এম রফিক,আব্দুল বাছির খান,তুরন মিয়া ও কাওছার আহমদ প্রমুখ.
অন্য এক বিবৃতিতে বিশ্বনাথ উপজেলা যুবদলের সাবেক নেতা মইনুল ইসলাম হীরা,এখলাছুর রহমান(সাহাব উদ্দিন),আব্দুল মালিক ছানা,রফিকুল ইসলাম বাবুল,শাহরিয়ার রহমান ইমন,রুহেল মিয়া প্রমুখ দেশের এ ক্লান্তিকালে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে দেশরক্ষার আন্দোলনে বেগম তাহমিনা রুশদী লুনার নেতৃত্বে বৃহত্তর সিলেটে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্থরের নেতা কর্মীদের প্রতি আহবান জানান.
উভয় বিবৃতিতে নেতৃবৃন্দ নবগঠিত বিশ্বনাথ,বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা বিএনপি কমিঠি এবংবিশ্বনাথ উপজেলা ছাত্রদলের কমিঠি কে অভিনন্দন জানান