দক্ষিণ সুরমার খোঁজারখলা থেকে নববধুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৫ ইং, ১০:০৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৭০৭ বার পঠিত
নিউজ ডেক্স::দক্ষিণ সুরমার খোঁজারখলায় এক নববধূকে ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে লাশ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশ। উদ্ধারকৃত নববধূ খোজারখলা গ্রামের হানিফ মিয়ার কলোনীর মেরাজ আলীর স্ত্রী রোজিনা আক্তার মনি বেগম (২৫)। তাদের স্থায়ী নিবাস কুমিল্লা জেলার দাউদপুর উপজেলার উত্তরপাড়া গ্রামে।
ফাঁড়ি ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান স্বামীর সাথে ঝগড়ার জের ধরে গৃহবধূ মনি বেগম ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়নার পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে বুধবার রাত ১০টায় গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায় টিউবওয়েল মিস্ত্রী মেরাজ আলীর সাথে তিন মাস পূর্বে রোজিনা আক্তার মনি বেগমের বিয়ে হয়। এ ঘটনার পরস্বামী মেরাজ আলী পলাতক রয়েছে।