দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০১৫ ইং, ৮:১২ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৬ বার পঠিত
দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেছেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের শিক্ষার সার্বিক উন্নয়নে প্রবাসীরা অগ্রনি ভূমিকা পালন করে যাচ্ছেন। তারা প্রবাসে থেকেও নিজ এলাকার শিক্ষার উন্নয়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের যে সহযোগীতা করে যাচ্ছেন তা সত্যিই প্রসংশিত। এর ধারাবাহিতা চালিয়ে যেতে তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান। সোমবার ‘বিশ্বনাথ ফোরাম ইউ.কে’র’ উদ্যোগে ও বিশ্বনাথে প্রথম অনলাইন পোর্টাল ‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’ এর ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ হল রুমে ‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর বিশ্বনাথ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদের সভাপতিত্বে এবং পোর্টালের নির্বাহী সম্পাদক ও দৈনিক সুবজ সিলেট/ইত্তেফাকের বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলীর রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুহেল মাহমূদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র ট্রেজারার ও বিশ্বনাথ এইড ইউ.কে’র সভাপতি মিছবাহউদ্দিন, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট এইচ.এম ফিরোজ আলী, সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ এর সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, পাক্ষিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজম আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী সমর কুমার দাস।
অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট এর বার্তা সম্পাদক শহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, বক্তব্য রাখেন দৈনিক সমকাল ও কাজিরবাজার পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গির আলম খায়ের, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার জামাল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার নূরউদ্দিন, অসিত রঞ্জন দেব, আবুল কাশেম, ফটোগ্রাফার শফিকুল ইসলাম শফিক, শিক্ষক কফিল আহমদ, সংগঠক শাহ জামাল আহমদ বাবলু প্রমূখ।