‘দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধারে কাজ চলছে’
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ১:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৮ বার পঠিত
নিউজ ডেক্স::দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানালেন প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি বলেন, অর্পিত সম্পত্তির বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইন্দানগর সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে গিয়ে যেন সহাবস্থান বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এর মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’
এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার সৈয়দ আমিরুল ইসলাম, অতিরিক্ত রেজিস্টার সাব্বির কয়েছ, অতিরিক্ত কর্মকর্তা হোসনে আরা আক্তার, সহকারী অ্যাটর্নি জেনারেল আবদুর রকিব মন্টু প্রমুখ।