দেশজুড়ে চৈত্রের দাবদাহ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৭:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৯ বার পঠিত
নিউজ ডেক্স::আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, রাঙামাটি, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর ও সিলেটের ওপর দিয়ে আজ বুধবার মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে।
মাত্র একদিনের ব্যবধানে দেশের প্রায় সব এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তবে দাবদাহে বেশি তপ্ত উত্তরের জেলা রাজশাহী। গতকাল মঙ্গলবার সেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
চৈত্রের উষ্ণতায় রাজধানী ঢাকার অধিবাসীদেরও গা পুড়ছে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকায় তাপমাত্রা বেড়ে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বরিশালে ৩৪ দশমিক ৮, খুলনায় ৩৬, সিলেটে ৩৬ দশমিক ৭, রংপুরে ৩৫ দশমিক ২ ও চট্টগ্রামে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
উষ্ণতার এই সময়েও বৃষ্টি মুখ লুকিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও একফোঁটা বৃষ্টি হয়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২১ মার্চ সবশেষ বৃষ্টি হয়েছিল চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায়।
শুধু কী তাই, চৈত্র মাসের মাঝামাঝি সময় চলে এলেও ঝড়ের দেখা নেই। তবে আবহাওয়া অধিদপ্তর ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। আজ কয়েকটি এলাকায় অল্পস্বল্প বৃষ্টি হতে পারে। এতে তাপ খানিকটা কমতে পারে।
তাপ কমার কথা শুনে হাঁপ ছাড়ার উপায় নেই। সামনে আরও গরম পড়বে বলেই সতর্ক করেছেন আবহাওয়াবিদ। এপ্রিলকে দেশের উষ্ণতম মাস উল্লেখ করে আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ মাসে হয়তো তাপমাত্রা আর বাড়বে না। তবে এপ্রিল মাসে বেশ কয়েকটি দাবদাহ বয়ে যেতে পারে। তাই সামনে আরও গরম পড়বে।’