“দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের পুণর্মিলনী”
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫ ইং, ১০:২৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৭৮ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:- বৃটেনের বিভিন্ন শহরে বসবাসরত দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও স্কুলের শুভাকাংকিদের উপস্থিতিতে বার্মিংহাম শহরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্টানের মধ্য দিয়ে পালিত হলো সাবেক ছাত্রদের এক পুণর্মিলনী অনুষ্ঠান।
প্রবীন শিক্ষানুরাগী আব্দুল আহাদের সভাপতিতে এবং আনছার হাবিব এর সঞ্চালনায় সভায় পবিত্র কোরান তেলাওয়াত করেন মো: মকদ্দুছ আলী।
সভায় সকলের প্রিয় বিদ্যাপিট ও এলাকার জন্য বিভিন্ন সেবামুলক কর্মকান্ড করার লক্ষ নিয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পযর্ন্ত এসএসসি পাস ও বিভিন্ন সময়ে অধ্যয়নকারী বৃটেনের ছাত্রদের নিয়ে এক্স স্টুডেন অফ আর্দশ হাই স্কুল ইউকে নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়। সভায় সর্বসম্মতভাবে এক বছর মেয়াদি ১৫ সদস্য বিশিস্ট একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়।
বৃটেনে অবস্থানরত আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল সাবেক ছাত্রদের উক্ত সংগঠনের সদস্যপদ গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
অনুষ্টানে উপস্থিত সকলেই উম্মুক্ত আলোচনার মাধ্যমে তাদের মুল্যবান মতামত ব্যক্ত করেন। বিদ্যালয়ের প্রায় সকল ব্যাচের ছাত্রদের ব্ক্তব্য ও উপস্তিতিতে অনুষ্টানটি সফল হয়।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।