দৌলতপুর ইউপি জাতীয় পার্টির বর্ধিত সভা
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ৭:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির বর্ধিত সভা শনিবার বিকেলে ইউপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পাটি নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও শফিক আহমদ পিয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউপি জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক নাজিমুল চৌধুরী নাজিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি নেতা উমর আলী, আজাদ মিয়া, আবদুল কাইয়ুম, কামরুজ্জামান,এস.এ মোহন, শাহিন আহমদ, শের খান, মকবুল আলী, আয়না মিয়া, ইরন মিয়া, ফজর আলী, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, চেরাগ আলী প্রমূখ।