নবীগঞ্জে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ১:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে দুই সন্তানসহ এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।তারা হচ্ছে- রুমেনা আক্তার (৩০), তার ছেলে মুসা মিয়া(৬) এবং কন্যা মুসলিমা আক্তার।
স্থানীয়দের কাছে খবর পেয়ে রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফরিদের স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আর শিশু দু’টির মৃতদেহ পাওয়া যায় বাড়ির পাশের পুকুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী ও দুই সন্তানকে পাশে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন ফরিদ। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই সন্তানের মৃতদেহ ভাসতে দেখেন তিনি। এরপর তিনি বাড়ির একটি জারুল গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
রুমেনার স্বামী ফরিদের দাবি, রুমেনা মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্থ ছিলেন। রাতে তিনি ঘুমিয়ে পড়ার পর সন্তানদের পুকুরে ফেলে নিজেও আত্মহত্যা করেন।
রুমেনার বাবা মাসুক মিয়া জানান, দাম্পত্য কলহের জের ধরে রুমেনা ও তার দুই সন্তানকে হত্যা করা হতে পারে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সন্তানদের হত্যার পর রুমেনা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।