নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত অর্ধ শতাধিক
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ৪:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৮ বার পঠিত
নবীগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জের সীমান্তবর্ত্তী জগন্নাথপুর থানার শ্যামার গাওঁ গ্রামে গরু দিয়ে জমির ধান খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে দু’ দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা, শিশুসহ প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে সিলেট ও বাকী আহতদের নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার বিকালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার নবীগঞ্জের সীমান্তবর্তী শ্যামারগাঁও গ্রামের সাদির মিয়ার জমির ধান একই গ্রামের ওয়াহাব উল্লার গরু দিয়ে খাওয়ালে সাদিকের ছেলে মাজুম মিয়া বাধাঁ দেয়। এতে ক্ষিপ্ত করে ওয়াহাব উল্লার লোকজন মাজুম মিয়া (৩০)কে বেদরক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় থাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করানো হয়। এ ঘটনার জেরধরে গতকাল সোমবার সকালে উভয় পক্ষ হাকডাক দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে মহিলা, শিশুসহ উভয় পক্ষের প্রায় ৫০ জন লোক আহত হয়েছে বলে জানাগেছে। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
সংঘর্ষে গুরুতর আহত রুহেল মিয়া (২২), মকদ্দুছ মিয়া (৫০), মিশু মিয়া (২৫), মামুন মিয়া (১৮), বশর মিয়া (৪০), দুদু মিয়া (৩৫), লিবাছ মিয়া (৪৫), জামিল মিয়া (১৭), জাহিনুর মিয়া(১৮), চান মিয়া (৪০), তাহের উদ্দিন (৪০), সুমন মিয়া(১৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকী আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা দাবী করেছেন।