নারায়ণগঞ্জে পদদলিত হয়ে ১০ জন নিহত; প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ১২:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৮০৮ বার পঠিত
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের পুণ্যস্নানে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১০ জন নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার ভোরে শুরু হওয়া এ স্নানে দেশ বিদেশের লাখ লাখ পুণ্যার্থীর অংশগ্রহণে ভিড়ে চাপে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ শুক্রবার ভোর থেকে লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ১৬টি ঘাটে স্নানের ব্যবস্থা করলেও ‘রাজঘাটে’ স্নানের জন্য পুণ্যার্থীদের মধ্যে প্রতিযোগিতা দেখা দেয়। সকাল সাড়ে ৮টার দিকে প্রচণ্ড ভিড়ের চাপে পদদলিত হয়ে মারা যান সাত নারীসহ ১০ জন। তাঁদের বেশির ভাগের বয়স পঞ্চাশোর্ধ। এ সময় আহত হন অর্ধশতাধিক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
লাঙ্গলবন্দ স্নানোৎসব কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “স্নানোৎসব এলাকায় কচুরিপানা পরিস্কার করলেও আবার তা ভরে গেছে। এরই মধ্যে পুণ্যার্থীদের ঢলে এখন আমরা মানুষের জীবন নিয়েই চিন্তিত।”
তিনি জানান, “আগামীকাল শনিবার ভোর ৬টা ৫৯ মিনিট ৩৮ সেকেন্ডে লগ্ন শেষ হওয়া পর্যন্ত চলবে এ স্নান উৎসব।”