নিখোঁজ হওয়ার ৬ মাস পর মায়ের কোলে ফিরেছে রাহুল
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৫ ইং, ৫:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১১১৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ নিউজ ডেক্স::সুনামগঞ্জের ছাতকে নিখোঁজ হওয়ার প্রায় ৬ মাস অক্ষত অবস্থায় মায়ের কোলে ফিরেছে স্কুল ছাত্র রাহুল। বৃহস্পতিবার বিকেলে একটি গাড়িতে করে অজ্ঞান অবস্থায় রাহুলকে উপজেলার মুক্তিরগাঁও এলাকার রাস্তার সামনে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। সে উপজেলার কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের সৌদি প্রবাসী সাদক আলীর ছেলে।
রাহুল মুক্তিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত বছরের ১১ অক্টোবর রাতে বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার পর থেকে নিখোঁজ হয় রাহুল। এ ঘটনায় রাহুলের ফুফু ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছিলেন।