নিখোঁজ ইলিয়াস বিহীন বিএনপির কান্ডারী লুনা!
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫ ইং, ৩:১০ অপরাহ্ণ | সংবাদটি ৮৯০ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন::বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধান আজোও জানাযায়নি। বর্তমানে ইলিয়াস বিহীন বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ বিএনপির কান্ডারী ইলিয়াসপত্নী ও জেলা বিএনপির সিনিয়র সদস্য তাহসিনা রুশদি লুনা। তার তত্বাবধানে চলছে ওই উপজেলা গুলোর বিএনপি ও সহযোগি সংগঠন। লুনার নেতৃত্বে বিএনপি ও সহযোগি সংগঠন আরোও শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। ইলিয়াস আলী ফিরে না আসার আগ পর্যন্ত তাহসিনা রুশদি লুনার নেতৃত্বে দলীয় কাজ চালিয়ে যাবেন বলে বিএনপি নেতারা জানান।
জানাগেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। নিখোঁজের সংবাদ তাঁর জন্ম স্থান বিশ্বনাথে আসলে নেতাকর্মী রাজপথে অবস্থান নেন। তার সন্ধান আন্দোলন করতে গিয়ে বিশ্বনাথে তিনজন মারা যান। অসংখ্যক নেতাকর্মী মামলার আসামি হয়ে কারাবরণ করেন। কিন্তু তারপরও তারা ইলিয়াস সন্ধান আন্দোলনের হাল ধরে রাখেন। এখনও ইলিয়াস সন্ধান দাবিতে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরে মিছিল-সমাবেশ ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তবে কবে ফিরবেন ইলিয়াস এই প্রতিক্ষায় নেতাকর্মী এখনও পথ চেয়ে রয়েছে। ইলিয়াস আলীর নিখোঁজ থাকার কারণে তাঁর স্ত্রী তাহসিনা রুশদি লুনা দলীয় নেতাকর্মীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত রেখেছেন। মূলত তিনি এখনও বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর বিএনপির কান্ডারী হিসেবে কাজ করে যাচ্ছেন। যার ফলে গত উপজেলা নির্বাচনে বিশ্বনাথ-বালাগঞ্জে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হন। ইতি মধ্যে সম্মেলনের মাধ্যমে বিশ্বনাথ-বালাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। আর এই সম্মেলনে ইলিয়াসপতœী তাহসিনা রুশদি লুনা ছিলেন প্রধান অতিথি। দুটি সম্মেলনেই ছিল লোকে লোকারণ্য। উৎসবমূখর পরিবেশে সম্মেলন গুলো সমাপ্ত হয়। ফলে দলীয় নেতাকর্মীর প্রতি লুনা কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর লুনা ঢাকা থেকে যত বারই স্বামীর বাড়ি বিশ্বনাথে এসেছেন,তত বারই বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বিএনপি কে সুসংগঠিত করতে ইলিয়াসপতœী তাহসিনা রুশদি লুনা কাজ করে যাচ্ছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, বিএনপি বিশাল বড় একটি দল। দলের মধ্যে অনেক সময় নেতাকর্মীদের মতপ্রার্থক্য সৃষ্টি হয়। বর্তমানে আমরা ভাবির (ইলিয়াসপতœী লুনার) নেতৃত্বে দলকে আরোও সুসংগঠিত করা চেষ্টা করে যাচ্ছি। আমাদের নেতা ইলিয়াস আলী ফিরে না আসা পর্যন্ত আমরা ভারি নেতৃত্বে কাজ করে যাব।
তারা বলেন, এখনও আমাদের দৃঢ় বিশ্বাস সিলেটের প্রাণ প্রিয় নেতা এম ইলিয়াস আলী ফিরে আসবেন। এখনও তাঁর ফিরে আসার প্রতিক্ষার প্রহর গুনছেন ইলিয়াস প্রেমিকরা।
উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নুর উদ্দিন বলেন, বর্তমানে ভারির (ইলিয়াসপতœী তাহসিনা রুশদি লুনার) নেতৃত্বে আমরা কাজ করে আসছি। আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস ভাই ফিরে না আসার আগ পর্যন্ত ভাবির নির্দেশে দলীয় কাজ চালিয়ে যাব।
তিনি বলেন, বিএনপির বর্তমান কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। যার ফলে ওই কমিটি আমরা মানি না।
ইলিয়াসপতœী তাহসিনা রুশদি লুনার সাথে আমাদের সুসর্ম্পক রয়েছে বলে তিনি দাবি করেন।