পাওনা টাকার জন্য মালিকের বাসায় তালা দিয়ে শ্রমিকের অবরোধ!
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৫ ইং, ৩:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৭০২ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর ::সিলেটের ওসমানীনগরে শ্রমিকের পাওনা টাকা না পাওয়ায় মালিকের বাসার গেইটে অবরোধ করেছেন এক মহিলা শ্রমিক। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম গোয়ালাবাজার এলাকার সামারুন বেগমের বাসায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকের পাওনা টাকা আদায়ের প্রতিশ্রƒতি দিলে অবরোধ তুলে নেয় ওই মহিলা শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গোয়ালাবাজার খাদিমপুর রোর্ড এলাকার লন্ডন প্রবাসী সামারুন বেগমের বাসায় প্রায় ৭মাস পূর্বে কাজ করেন পশ্চিম গোয়ালাবাজার এলাকায় বসবাসরত মকব্বির আলী ও তার স্ত্রী সাজনা বেগম। কাজের মজুরি প্রায় ৫০হাজার টাকা আসলে ৫ হাজার টাকা প্রদান করেন প্রবাসী। বাকী টাকা পাওয়ার জন্য বাসার কেয়ারটেকারদের নিকট যোগাযোগ করা হলেও কোন সুরাহা পাননি অসুস্থ শ্রমিক মকব্বির আলী। প্রায় ২ মাস আগে প্রবাসী সামারুন বেগম লন্ডন থেকে আরো ৫ হাজার টাকার প্রেরণ করেন এ বি ব্যাংকে ভূয়া (১২০২৪৭৩২৭৮৬) পিন নাম্বারে। মহিলা শ্রমিক আইডি কার্ড ও মোবাইল নাম্বারসহ তাজপুরস্থ এ বি ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তারা পিন নাম্বার সঠিক নয় বলে জানান। অসুস্থ স্বামীর পরিবর্তে মহিলা শ্রমিক সাজনা বেগম স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার মুরব্বিদের সাথে যোগাযোগ করে বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় পাওনা টাকা আদায়ের লক্ষে শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে মালিকের বাসার গেইটে তালা দিয়ে অবরোধ করেন মহিলা শ্রমিক। খবর রাত সাড়ে ১১টার দিকে ওসমানীনগর থানার এস আই গোলাম মস্তফা ইউপি সদস্য আলা মিয়াকে নিয়ে ঘটনাস্থলে এসে আলোচনার মাধ্যমে পাওনা টাকা আদায়ের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন মহিলা শ্রমিক।
গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যন আতাউর রহমান মানিক বলেন, বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি। থানার এস আই গোলাম মস্তফা উপস্থিতিতে ইউপি সদস্য আলা মিয়া শ্রমিকের পাওনা টাকা ২দিনের মধ্যে দেওয়ার আশ্বাস দিয়েছেন।