পুলিশের পিকআপভ্যান উল্টে এসআইসহ আহত ৫
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ৪:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৫ বার পঠিত
নিউজ ডেক্স::ঝিনাইদহে পুলিশের পিকআপভ্যান উল্টে এসআইসহ ৫ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- উপ-পরিদর্শক শহীদ, সদস্য নাজমুল, দিলীপ, সাইফুল্লাহ ও মাসুদ রানা। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চুয়াডাঙ্গা জেলা পুলিশের উপ-পরিদর্শকসহ ৫ জন সদস্য চুয়াডাঙ্গা থেকে পুলিশ পিকআপভ্যানে ঝিনাইদহে আসছিল। রাত সাড়ে ১০ টার দিকে তারা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বিটিভি রিলে সেন্টারের সামনে পৌঁছালে পিকআপভ্যানের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকসহ ৫ পুলিশ সদস্য আহত হয়।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা জেলায় নিজ কর্মস্থলে পাঠানো হয়েছে। উল্লেখ্য প্রত্যাহ্মদর্শিরা জানান চুয়াডাংগা ঝিনাইদহ প্রধান সড়কে নির্মান কাজ চলছে। প্রধান সড়কে নির্মান কাজের জন্য নেই কোন সাইনবোর্ড। তাছাড়া পুলিশ পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে চলার কারনে চাকা ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে স্থানিয়রা জানিয়েছেন।