প্রভাত বৈদ্যকে আওয়ামী লীগ চিরদিন স্মরণ রাখবে —শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ১:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রভাত বৈদ্য ছিলেন আওয়ামী লীগ পরিবারের একজন নিবেদিত প্রাণব্যক্তি। তাঁর নিজ সততা-নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্যই প্রভাত বৈদ্যকে আওয়ামী লীগ চিরদিন স্মরণ রাখবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে লোভ-লালসা তাঁকে কোন দিন স্পর্শ করতে পারেনি।
তিনি আরো বলেন, জঙ্গি ও সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়া অবরোধের নামে ভবিষৎ প্রজন্মকে অশিক্ষিত রাখার পায়তারা করছেন। শহরে-গ্রামে-গঞ্জে দোকানপাঠ খোলা রয়েছে ও সড়কগুলোতে গাড়ী চলছে শুধু শুধু নিজেকে অবরোদ্ধ করে রেখেছেন খালেদা। তাঁর সাথে দেখা করতেও দলীয় নেতাকর্মীরা নিজেদের প্রাইভেট গাড়ী নিয়েই আসছেন।
তিনি শনিবার বিকেলে বিশ্বনাথে উপজেলা কৃষকলীগের উদ্যোগে ‘উপজেলা কৃষকলীগ ও শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক প্রভাত বৈদ্যের’ প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
উপজেলা কৃষকলীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন,কৃষি বিষয়ক সম্পাদক শামীম কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, শাহ ফয়েজ আহমদ সেবুল, সদস্য নোয়াব আলী, জেলা কৃষক লীগের সদস্য সাইদুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি সাধন দাশ, বর্তমান যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানের শুরুত স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আমরোজ আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সুফি শামছুল ইসলাস, আকবর আলী মিলন মেম্বার, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, হাজী আকবর আলী, হাজী মাহমদ আলী, আবদুল হেকিম, যুগ্ম সম্পাদক কাছা মিয়া মেম্বার, কামরুজ্জামান কামাল, মারফত আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন ভোদন, কৃষকলীগ নেতা প্রমেশ বৈদ্য, নাসির খান, জামাল আহমদ, মিছির আলী, ইফর আলী, আবদুল মোমিন, আবদুল মন্নান, আবদুল হান্নান, সিরাজ মিয়া, আবদুল্লাহ, ছগির আলী, জালাল মিয়া, তেরাব আলী, ডাঃ প্রিন্স, শাহ কবির আহমদ, আফাজ উদ্দিন, আবদুর রহিম কামালী, আবদুশ সহিদ, আবদুল মালিক, তোতা মিয়া মিয়া, আলমদর আলী, হেলাল মিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি আরশ আলী, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, সঞ্চিত আচার্য্য, শাহিন আহমদ, দবির মিয়া প্রমুখ।