ফ্রান্স যুবদলের প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫ ইং, ১১:১২ পূর্বাহ্ণ | সংবাদটি ১২২৯ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি, সভা-সমাবেশে বাধা প্রদান, গণগ্রেফতার বন্ধ এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখা। ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্যাথসীমার রয়েল এশিয়ার বল রুমে রোববার বিকেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখা সভাপতি আহমেদ মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক আহমদ তাজ ও প্রথম যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম শিপারের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈযদ সাইফুর রহমান। যুবদল ফ্রান্স শাখার প্রচার সম্পাদক তারেক আহমদের পবিত্র কোরান তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাঠোয়ারী, এম এ রহিম, হেনু মিয়া, রশিদ পাঠোয়ারী, তসলিম আলম। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল খান। স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক সাইফুর রহমান, সাহিত্য সম্পাদক জুনায়েদ আহমদ নাবিল, সহ সাহিত্য সম্পাদক মুর্শেদ আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মালিক মুন্না, যোগাযোগ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, মহিলা নেত্রী শামিমা আক্তার রুবি, সারা শফিউল্লাহ, ফ্রান্স বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ফ্রান্স বিএনপির দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, ফ্রান্স বিএনপির আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যতই সময় যাচ্ছে সালাহ উদ্দিনের নিরাপত্তার ব্যাপারে দেশবাসীর উৎকণ্ঠা ততই বাড়ছে। এ সরকার আমলে বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী, সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, বিএনপি নেতা হুমায়ুন পারভেজ ও ঢাকার নির্বাচিত কমিশনার চৌধুরী আলমসহ বিরোধী দলীয় অনেক নেতাকর্মী নিখোঁজ হয়েছেন। পরে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। সালাহউদ্দিনের ব্যাপারে সরকার কোন সিদ্ধান্ত নিয়েছে এবং তার ভাগ্যে কী ঘটেছে বা ঘটতে যাচ্ছে তা এখনো আমাদের অজ্ঞাত। তবে আমরা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির তত্ত্ব ও গবেষণা সম্পাদক তানভির আহমেদ তুহিন, শ্রম বিষয়ক সম্পাদক তসলিম হোসেন সবুজ, সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, যুবদল নেতা কবির আহমেদ, মুজাহিদ মিয়া আজিম হুসাইন, সৈয়দ জাহাঙ্গীর প্রমুখ।