বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে —শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০১৫ ইং, ৭:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৩০ বার পঠিত
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বাংলাদেশের হাজার বছরে শ্রেষ্ট্র অর্জন মুক্তিযুদ্ধ। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আমরা পেয়েছে স্বাধীন লাল সবুজের বাংলাদেশ। ১৯৫২সালে থেকে শুরু হয় বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম তার চুড়ান্ত অর্জন হয় ১৯৭১সালের মহান মুক্তিযোদ্ধুদের মাধ্যমে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের পারাজিত শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তুর তার আদর্শকে হত্যা করতে পারেনি। সব কিছুর পিছনে বীরমুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে। তিনি বৃহস্পতিবার সিলেটের বিয়ানীবাজারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এর আগে তিনি বিয়ানীবাজার উপজেলার মাঠ প্রাঙ্গনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মনোরম কুচকাওয়াচ উপভোগ করেন ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন। বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজর উপজেলা নিবার্হী কর্মকর্তা শহিদুল ইসলাম, থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাশিম মনিয়া, আওয়ামীলীগ নেতা হাজী মোস্তাক আহমদ, আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, এবাদ আহমদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মাদ আাব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল কাদির প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি