বালাগঞ্জে ইসলামী সাংস্কৃতিক সন্ধায় মুনতাসীর আলী
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ১০:৪১ পূর্বাহ্ণ | সংবাদটি ৭০৩ বার পঠিত
শামীম আহমদ বালাগঞ্জ প্রতিনিধি ::বালাগঞ্জ উপজেলার খন্দকার বাজারে শহীদ আরমান সাহিত্য সংসদের উদ্যোগে আলোচনা সভা কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন সানরাইজ ডেভলাপমেন্ট কোম্পানীর চেয়ারম্যান হাফিজ দিলাওর খাঁন। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আর্ক রিয়েল এস্টেট প্রা: লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও রাজনীতিবিদ মুহাম্মদ মুনতাসীর আলী। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, সংখ্যাগরিষ্ট মানুষের চেতনাকে বিসর্জন দিয়ে কোন জাতী অগ্রসর হতে পারেনা। তিনি বলেন ক্ষমতার ব্যবহার করতে হবে দেশ ও জাতীর কল্যানের জন্য। স্বাধীনতার লক্ষ উদ্দেশ্যে এখনো বাস্তবায়ন হয়নী উল্লেখ করে তিনি বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
শহীদ আরমান সাহিত্য সংসদ পাঠাগারের সভাপতি হাফেজ শাহাব উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আসগর, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও: আহমদ বেলাল, কবি ও গবেষক মুসা আল হাফিজ, আন নাজাহ বিজনেস ফোরামের চেয়ারম্যান মাও: শুয়াইব আহমদ, যুক্তরাজ্য প্রবাসী শাহ্ মাসউদুল করিম, যুক্তরাজ্য প্রবাসী মাও: মিনজাহ উদ্দীন মিলাদ, সিলেট ঝেরঝেরীপাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও: সহল আল রাজি, মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুল বারী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শামীম আহমদ, প্রেসক্লাব সদস্য সাংবাদিক কাজল মিয়া, শহীদ আরমান সাহিত্য সংসদের স্থায়ী কমিটির সদস্য মাও: শাখাওয়াত হোসেন, মাও: আব্দুল মুক্তাদির লায়েক, মাও: মাহফুজুল ইসলাম চৌধুরী, মো: আবুল হোসেন, আমিনুর রহমান তুহেল, মাও: সুহাইল সিদ্দিকী, মাও: আশিকুর রহমান, মশকুর আহমদ, হাফেজ আবু বক্কর, আ: লতিফ, হাফেজ আবু রায়হান, জাহাঙ্গীর হোসাইন, রাহাত আহমদ, মিজানুর রহমান, জুবায়ের আহমদ, মাও: গিয়াস উদ্দিন, মাও: নুরুল ইসলাম, মাও: শাহীন আহমদ, মাও: উমাম বিন সিদ্দিক, মাও: হোসাইন আহমদ মিছবাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রুহুল আমীন ও রাহেল আহমদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও: আব্দুর রহমান (কলুমা হুজুর)। মীম সুফিয়ানের পরিচালনায় ২য় পর্বে ইসলামী সাংস্কৃতিক অনুষ্টানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কলরব সিলেট বিভাগীয় শাখা, বিএফবি বাংলা ফিউচার ভয়েস ও সিলেট চেতনা শিল্পী গোষ্টীর শিল্পীরা।