বালাগঞ্জে জনতার হাতে দুই চুর আটক
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ১০:৪৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৭৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে দোকান চুরির ঘটনায় জড়িত থাকায় স্থানীয় জনতা এলাকার দুই চিহ্নিত চুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার রাতে তাদের আটক করে বালাগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার নলজুড় গ্রামের বকুল মিয়ার ছেলে সুজেল মিয়া (২০), ও একই গ্রামের মাসুক মিয়ার ছেলে ফয়েজ মিয়া (২২)।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ২৩ মার্চ দিবাগত রাতে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর চৌরাস্তা বাজারের আব্দুর রউফ মার্কেটের পাশাপাশি দুটি ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনা ঘটে। এর মধ্যে চোরেরা মার্কেটের আম্বিয়া ট্রেডার্স নামক দোকানটির তালা ভেঙ্গে নগদ ১০হাজার টাকা দুটি মোবাইল সেট ও মোবাইল কার্ড সহ প্রায় ৫০হাজার টাকার মালামাল নিয়ে যায়। একই কায়দায় হাবিবা ট্রেডাসের ভিতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা ৪০ মোবাইল সেট ফ্লেক্সিলোডের সিমকার্ড সহ তিনটি মোবাইল সেট ও মোবাইল কার্ড সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দোকান চুরির ঘটনায় পরদিন ২৪ মার্চ হাবিবা ট্রেডার্সের সত্তাধিকারী জাসিম আহমদ বাদী হয়ে বালাগঞ্জ একটি সাধারন ডায়েরী করেন। ২৫ মার্চ রাতে বালাগঞ্জ-রাজনগর বিলবাড়ী নামক খেয়াঘাট থেকে সেখানকার স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে হাবিবা ড্রেডার্স থেকে চুরি হওয়া মুলবান কাগজপত্র উদ্ধার করা হয়। তাছাড়া বৃহস্পতিবার দিনের বেলায় আজিজপুর বাজারে যে মার্কেটে চুরি হয়েছিল ঐ মার্কেটের সন্নিকটের ধান ক্ষেতে চুরি হওয়া মোবাইলের কয়েকটি কাটুন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এতে করে বেশ কিছু আলামত ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা মিলে সন্দেহজনক ভাবে সুজেল ও ফয়েজ নামে এলাকার এই দুই চিহ্নিত চুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা দোকান চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। স্থানীয়রা জানান আটক দুই যুবক এলাকার চিহ্নিত চুর ইতিমধ্যে তারা আরও কয়েকটি চুরির ঘটনা ঘটিয়েছে।
বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, চুরির অভিযোগে স্থানীয়রা দুই যুবককে আটক করলে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। ওসি আরও বলেন চুরির ঘটনায় তাদের সাথে আর কেউ জড়িত আছে কি না এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।