বালাগঞ্জে সংঘর্ষে নারীসহ আহত ৩০
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৭:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৯১০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি::সিলেটের বালাগঞ্জে ভুমি সংক্রান্ত বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সকাল ৯টায় বালাগঞ্জ সদর ইউনিয়নের করছার পর গ্রামের জলিল মিয়া ও নজির মিয়ার লোকজন মধ্যে এ ঘটনা ঘটে। এরই মধ্যে আহত এক জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাপলে প্রেরন করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন করছার গ্রামের ফিরোজ মিয়া, নেবারুন বেগম, আলী মিয়া, আজমল আলী, আব্দুল ক্বাইয়ুম, জসিম উদ্দিন, সওকত মিয়া, নাজিম উলা, আনকার আলী, মফিজ মিয়া, সুন্দর আলী, সাখাই মিয়া, আনছার মিয়া, মাহমদ মিয়া, নুরুল ইসলাম, সওদাগর মিয়া, টিপু মিয়া, দুলু মিয়া, সুফিয়া বেগম, শাহ আলম, আজিজ উদ্দিন, নজির মিয়া, ফজল উদ্দিন ও সুফিয়া বেগম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সকালে ভূমি দখল করা নিয়ে গ্রামের জলিল মিয়া এবং নজির মিয়ার লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দেশীয় অস্ত্র ও ইট পাঠকেলের আঘাতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। আহতদেরকে বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য প্রভাত চন্দ্র রায় সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি আপোষে নিষ্পত্তি করার উদ্যোগে নেয়া হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তবে কোন পক্ষ এখন থানায় অভিযোগ করেনী।