বিকেলে বিমানবন্দরে টাইগারদের বরণ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ১:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স: স্বপ্নের মত কাটানো এবারের বিশ্বকাপ খেলে প্রাপ্তির পুরোটা পূরণ করে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসছে বাংলাদেশ ক্রিকেটদল। হাজার হাজার ক্রিকেটপাগল সমর্থক আজ সন্ধ্যায় টাইগারদের বরণ করে নিতে জড়ো হবে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়। ব্যানার ফেস্টুনসহ হাজারো মানুষে ছেয়ে যাবে পুরো বিমানদন্দর এলাকা, এমনটাই ধারণা করা হচ্ছে। টাইগারদের বরণ করে আনার জন্যে সবাইকে জড়ো করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইভেন্ট খোলা হয়েছে। সেখান থেকেই মূলত হাজার হাজার ক্রিকেটপ্রেমী এয়ারপোর্ট এলাকায় শুভেচ্ছা জানাতে যাবেন।
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ শেষ করেছে টাইগারবাহিনী। কিন্তু কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হারটা কতটা প্রশ্নবিদ্ধ ছিল সেটা গোটা পৃথিবী ভালো করে দেখেছে। ভুল আম্পায়ারিংয়ের শিকার হয়ে হতাশা নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। বিদায় নিলেও এবারের বিশ্বকাপে অন্যতম সেরা দল ছিল বাংলাদেশ।
ইংল্যান্ডকে হারানো, অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের সাথে শেষ সময় পর্যন্ত লড়াই করে হেরে যাওয়া সব ই বাংলাদেশের সাফল্যের পাল্লাকে অনেক ভারি করেছে। কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের ভুল ডিসিশন না হলে হয়ত বাংলাদেশ আজ অনেক দূর যেত। তাতে কি? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই বিশ্বকাপ খেলে টাইগারবাহিনীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করতে প্রস্তুত গোটা বাংলাদেশ। তার রেশ আছড়ে পরবে আজ হযরত শাহ্জালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরেও।