‘বিদেশি বন্ধুরা যতই বলুক সংলাপ হবে না’
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ১:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৮১১ বার পঠিত
নিউজ ডেক্স::মান্না আর খোকার ষড়যন্ত্র বেরিয়ে এসেছে। অনেক ষড়যন্ত্রকারী এখন চুপ করে আছে। আরো অনেকের কথোপকথন বের হবে। তারপর এটা স্পষ্ট হয়ে যাবে যে, কীভাবে তারা ষড়যন্ত্র করছে।
রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
বিদেশি বন্ধুরা যতই বলুক কোনো সংলাপ হবে না। কেবল মানুষ পোড়ানো বন্ধ হলেই সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচিতে ফিরে আসলে আপনাদের আমরা বাধা সৃষ্টি করব না। কিন্তু আগুন নিয়ে খেললে নিজেরাই আগুনে পুড়বেন।’
কামরুল ইসলাম বলেন, ‘যারা সুশীল সাজার চেষ্টা করছেন তারা নিরপেক্ষ নয়, নিরপেক্ষতার ভান করছেন। আড়ালে থেকে তারা সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদকে উসকানি দিচ্ছেন।’
আয়োজক সংগঠনের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন নাজমুল হাসান পাখী, সালাউদ্দীন, হাফিজ মাহবুবুর রহমান প্রমুখ।