বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে মনগড়া বিল প্রদানের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ৭:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৯ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে মাঠে না গিয়ে ঘরে বসে মনগড়াভাবে বিদ্যুৎ বিল প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রোববার পৌর শহরের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বিদ্যুৎ গ্রাহক আশীষ চন্দ্র দেব জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলীর (বিদ্যুৎ) লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার অনুলিপি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়।
ভূক্তভোগী গ্রাহক আশীষ চন্দ্র দেব জানান, আমাকে গত ফেব্রুয়ারী মাসের ৫৪৫৫ ইউনিটের বিদ্যুৎ বিল প্রদান করা হয়। অথচ আজ রবিবার পর্যন্ত আমার মিটারে মাত্র ৫১৫৯ ইউনিট বিল রয়েছে। তাহলে কিভাবে তারা অগ্রিম বিল দিলেন, তা আমার বোধগম্য নয়। দীর্ঘ প্রায় এক মাস পরেও তাদের দেয়া বিলের সাথে মিলছে না। ঠিক এভাবে কর্তৃপক্ষ প্রতি মাসে আমাদের কাছ থেকে বিদ্যুৎ বিল বাবত অতিরিক্ত টাকা আদায় করছেন। জগন্নাথপুর বাজারের আরেক বিদ্যুৎ গ্রাহক তৈমুছ খান অভিযোগ করে জানান, আমার ঘর বন্ধ থাকা সত্বেও প্রতি মাসে আমার নামে অতিরিক্ত বিল প্রদান করা হচ্ছে। এছাড়া আরো অনেককে একইভাবে মনগড়া বিদ্যুৎ বিল প্রদান করা হয়েছে বলে একাধিক ভূক্তভোগী গ্রাহক জানিয়েছেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিন্নাত আলী জানান, লোকবল সংকট ও মাঠ কর্মীদের গাফিলাতির কারণে এ অবস্থার সৃষ্ঠি হয়েছে। তিনি জানান, আগে এ সমস্যা অনেক বেশি ছিল। এখন অনেকটা কমেছে। জগন্নাথপুর উপজেলার প্রায় সাড়ে ১২ হাজার গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে বিদ্যুৎ বিল তৈরী করতে কমপক্ষে ১০ জন মাঠ কর্মী প্রয়োজন রয়েছে। এর মধ্যে সরকারিভাবে মাত্র ২ জন আছে। ব্যক্তিগতভাবে আরো ৪ জন কাজ করছে। অনেক সময় তারা অনুমানের উপর বিল দিয়ে দেয়। যে কারণে মাঝেমধ্যে এমন সমস্যা হয়। তবে আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।