বিধ্বস্ত বিমানে ছিলো এক স্কুলেরই ১৬ শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৫ ইং, ৭:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
নিউজ ডেক্স::সম্প্রতি ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত জার্মান ইউংয়ের বিমানটিতে ছিলো একই স্কুলের ১৬ জন শিক্ষার্থী আর দুজন শিক্ষক। বিমানের যাত্রীদের মধ্যে ৬৭ জন জার্মান, ৪৫ জন স্প্যানিশ, ২ জন অষ্ট্রেলিয়ার এবং অন্তত ১ জন বেলজিয়ামের নাগরিক ছিলেন।
এদের মধ্যে, জার্মানির একটি স্কুলেরই ১৬ জন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক ছিলেন। ওই স্কুল যে শহরে, সেই শহরের মেয়র জানিয়েছেন, জার্মানির এ স্কুলটির অন্তত ১০ জন শিক্ষার্থী স্পেনের একটি স্কুলে পড়তে গিয়েছিলো। শিক্ষক-শিক্ষার্থীর এ দলটি বার্সেলোনা থেকে জার্মানি ফিরছিলো।
জার্মানির ডাচেলফোর্ডের একটি অপেরা হাউজ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন তাদের দীর্ঘদিনের সদস্য ওলেগ ব্রাইজাক।
বার্সেলোনার অারেরকটি অপেরা হাউজ নিশ্চত করেছে, মারিয়া রেন্ডার নামে তাদের আরেকজন শিল্পী এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ওলেগ ব্রাইজাকের সাথেই একটি শোতে যাচ্ছিলেন।
নিহতদের অধিকাংশই খাদ্য শিল্পের সাথে জড়িত। তারা সবাই জার্মানিতে এ সংক্রান্ত একটি সেমিনারে যোগ দিতে যাচ্ছিলেন।