বিনোদন অঙ্গনের চার নারী পেলেন সম্মননা পুরস্কার
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৫ ইং, ১:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৫ বার পঠিত
নিউজ ডেক্স::আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিনোদন অঙ্গনের চার নারী পেলেন সম্মননা পুরস্কার। তারা হলেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহ, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি ও এলিটা করিম। এ অঙ্গনে তাদের দৃপ্ত পথচলার জন্য এ পুরস্কার পেলেন তারা।
রবিবার ‘আজকের নারী’ নামের সংগঠনের আয়োজনে বর্ষীয়ান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও সংগীতে সম্মাননা পান চিরকুট ব্যান্ডের সুমি। রাজধানীর তেজগাঁওস্থ এসিআই সেন্টার সম্মেলন কক্ষে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রফেশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল নেটওয়ার্ক কমিনিউটি (পিআইএনসি) আয়োজিত সম্মননা অনুষ্ঠানে পুরস্কার পান এলিটা। একইদিন ড্যফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে এটি আয়োজন করা হয়ছিল। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এলিটা।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত ‘আরটিভি পন্ডস আলোকিত নারী ২০১৫’ সম্মাননা অনুষ্ঠানে পুরস্কার পান শাহনাজ রহমতউল্লাহ খান। তেজগাঁও আরটিভির সন্ধ্যায় বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এ পদক প্রদান অনুষ্ঠিত হয়।