বিশ্বনাথের নাজিরবাজার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৫ ইং, ৭:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৯ বার পঠিত
তজম্মুল আলী রাজু ও অসিত রঞ্জন দেব::বিশ্বনাথের নাজিরবাজারে শনিবার বিকেলে বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। নাজিরবাজার আঞ্চলিক ক্রীড়া সংস্থার আয়োজনে ৪র্থ মাতৃভাষা ফুটবল টুর্নামেন্ট স্থানীয় মাঠে শেষ হয়েছে। ফাইনাল খেলা লালাবাজার ইউনিয়ন ক্রীড়া চক্র দক্ষিণ সুরমা শাহ ইউনাইটেড ফুটবল দল নাজিরবাজার বিশ্বনাথ পরস্পরের মোকাবেলা করে। উভয় দলে দেশী-বিদেশী খেলোয়ার ছিল। কোন পক্ষই প্রথম এবং দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি। পওে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে শাহ ইউনাইটেড ফুটবল দল নাজিরবাজারকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গেšরব অর্জন কওে লালাবাজার ইউনিয়ন ক্রীড়া চক্র। জিতে নেয় এশটি নতুন ফ্রিজ।
খেলা শেষে স্থানীয় মাঠে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের হাতে পুরস্কার তুলে দেন সিলেটের জেলা প্রসাশক মো. শহিদুল ইসলাম। নাজিরবাজার আঞ্চলিক ক্রীড়া সংস্থার সভাপতি শহিদুল ইসলাম শাহিদেও সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম রুনু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, যুক্তরাস্ট্র প্রবাসী আব্দুল হামিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী নূরুল ওয়াছে আলতাফী কালাম, মধ্যপ্রাচ্য প্রবাসী মিজানুর রহমান সেলিম, ক্রীড়ানুরাগী ইসহাক আহমদ, ইউপি সদস্য ডাক্তার আছাবউদ্দিন আছকির, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, ক্রীড়ানুরাগী মাসুক মিয়া, বিমল চন্দ্র দাশ, হিরণ মেম্বার, শাহ ফয়েজ আহমদ সেবুল, জামাল আহমদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, অসিত রঞ্জন দেব, নূরউদ্দিন, মশিউর রহমান, জাহাঙ্গীর হোসেন, নাজিরবাজার ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য আসাদুজামান নূর আসাদ, আব্দুল মোমিন নোমান, শাহ বুরহান আহমদ রুবেল, শাহ সূজা, হোসাইন আহমদ প্রবেল, রুমেল আলী, তানিমুল ইসলাম, সাজন মিয়া, মুজিবুর রহমান মঞ্জু, নাজমুল ইসলাম, শাহ জছি, শাহ রিমু, আব্দুল কাদির প্রমুখ।