প্রধান অতিথি শুভেন্দু শেখর ভট্রাচার্য্য বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের বৃত্তি প্রদান ৫ মার্চ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৫ ইং, ৯:১২ অপরাহ্ণ | সংবাদটি ৮৬৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট, স্থানীয় উপদেষ্ঠা কমিটির বিশ্বনাথ এর আয়োজনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ১৬ তম বৃত্তি প্রদান অনুষ্ঠান ৫ মার্চ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন সংস্থাপন মন্ত্রনালয় ও সাবেক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর ডাইরেক্টর শুভেন্দু শেখর ভট্রাচার্য্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রেজারার মো. মিছবাউদ্দিন।
অনুষ্ঠানে সর্বস্থরের সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।