বিশ্বনাথে অবশেষে ছাত্রলীগের দুই গ্রুপের সভা স্থগিত
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ১০:২১ পূর্বাহ্ণ | সংবাদটি ১১০৯ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন::বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার একই স্থানে সভার আয়োজনের ডাক দেয় উপজেলা ছাত্রলীগের দুইটি গ্রুপ। এনিয়ে উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপ তাদের ডাকা সভা স্থগিত ঘোষনা করে। গতকাল রোববার দুপুরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির জয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের নিয়ে বৈঠক হয়। এ বৈঠকে সোমবার তাদের ঘোষিত সভা স্থগিত করার সিন্ধান্ত নেয়। কিন্তু ছাত্রলীগের অপর গ্রুপ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট অনুসারীরা গতকাল রোববার বেলা ২টায় উপজেলা সদরের মিছিল-সমাবেশ করেছে। সোমবার সকালে মুহিবুর রহমান অনুসারীরা তাদের সভাও স্থগিত ঘোষনা করে গণমাধ্যমে কর্মীদের জানায়। ফলে বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেলে ছাত্রলীগ এমটাই মনে করছেন উপজেলাবাসী। উভয় গ্রুপ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নির্দেশে তাদের পূর্ব ঘোষিত সভা স্থগিত করেছে বলে একাধিক সূত্রে জানাযায়।
জানাগেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় ও যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট’র মধ্যে গ্রুপিং চলে আসছে। গত ২৭মার্চ ফয়জুল ইসলাম গ্রুপের পক্ষ থেকে আজ সোমবার বিকেল ৫টা থেকে উপজেলা সদরের রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠ সভার কাজে ব্যবহারের অনুমতি চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করা হয়। পরদিন মুহিবুর রহমান সুইট গ্রুপের পক্ষ থেকেও একই সময় একই মাঠটি সোমবার ও মঙ্গলবার সভার কাজে ব্যবহারের জন্য অনুমতি চেয়ে আরেকটি আবেদন করা হয়।
এব্যাপারে উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফযজুল ইসলাম জয় বলেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সর্ব সম্মতিক্রমে আজ সোমবারের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ আহবানে আমাদের সভা স্থগিত ঘোষনা করা হয়।
ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট বলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী এবং উপজেলা আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী কথায় সভা স্থগিত করা হয়।