বিশ্বনাথে আসছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৫ ইং, ৭:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৮১ বার পঠিত
স্টাফ রিপোর্টার ::প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথে বুধবার বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আসছেন। মন্ত্রী ঢাকা থেকে বিমানযোগে সকাল ৭টায় সিলেটের ওসমানী বিমান এসে পৌছাবেন। পরে সড়ক পথে বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ টায় তাঁর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ১১ টায় মন্ত্রী গোদামঘাট-গাজীর মোকার সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন ও সাড়ে ১১ টায় ভাটিখাল খনন কাজের উদ্বোধন করবেন।
সিলেটে ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার আমন্ত্রনে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বিশ্বনাথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্থ সময় অতিবাহিত করবেন বলে জানাগেছে।
স্থানীয় সাংসদের একান্ত সচিব শিহাবউদ্দিন তামিম বলেন, আনোয়ার হোসেন মঞ্জু (স্যার) বিশ্বনাথের বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।