বিশ্বনাথে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সভা
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৫ ইং, ৩:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৪০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে ইসলামিক ফাউন্ডেশনের ৪০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে উপজেলা শাখা আয়োজিত শিশু মেলা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে পরিষদ হল রুমে সভায় মিলিত হয়।
ফাউন্ডেশনের উপজেলা শাখার সুপার ভাইজার মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
বক্তব্য রাখেন, সাহেদ আলী, হাফিজ উদ্দিন খান, মোবাশ্বির আহমদ সুমন, সাইদুর রহমান প্রমূখ। এসময় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।