বিশ্বনাথে উপজেলা ছাত্রদলের আহবায়ক সুমন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫ ইং, ৬:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৭০৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার বেলা ৩টায় ছাত্রদলের আহবায়ক সুমনের নিজ বাড়ি উপজেলার মিরেরচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই আবু সাঈদ ছাত্রদলের আহবায়ক সমুনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। প্রসঙ্গত, গত ৩ জানুয়ারী ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন বাদি হয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন কে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন।
অপর দিকে,ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন বাদি হয়ে শাহ আমির উদ্দিনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন।