বিশ্বনাথে উপজেলা নির্বাহী অফিসারের পিতার ইন্তেকাল প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৫ ইং, ৭:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১১১০ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের পিতা মুহাম্মদ শহিদুর রহমান (৮৪) ইন্তেকাল করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি ঢাকার এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শুক্রবার বাদ জুম্মা মরহুমের জানাযার নামাজ শেষে ঢাকাস্থ টংঙ্গি মরকুন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র, ৩কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।
এদিকে, মরহুম মুহাম্মদ শহিদুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, শহিদুর রহমান, আব্দুস সালাম মুন্না, মো. নূর উদ্দিন, মো. জামাল মিয়া, আবুল কাশেম।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামণা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।