বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে বণিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মনির,সম্পাদক জয়নাল
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৫ ইং, ১২:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৫ বার পঠিত
জমাল মিয়া ও আবুল কাশেম::প্রবাসী অধ্যুষিত সিলেটের অন্যতম আলোচিত উপজেলা বিশ্বনাথে গতকাল সোমবার উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন ছাতা প্রতিক নিয়ে ৩৫৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আরশ আলী মই প্রতিক নিয়ে ২৪১ ভোট পেয়েছেন। সোমবার সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়। এক টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। বিকেল ৪টার পর ভোট গননা শুরু হয়ে রাত ৯টায় ফলাফল ঘোষনা করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। সাধারণ সম্পাদক পদে জয়নাল মিয়া জাহান প্রতিক নিয়ে ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নুরুল মিয়া ফুটবল প্রতিক নিয়ে ২৯৩ ভোট পেয়েছেন, অর্থ সম্পাদক পদে আকমল আলী চশমা প্রতিক নিয়ে ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সুহেল মিয়া টিয়াপাখি প্রতিক নিয়ে ৩০৬ ভোট পেয়েছেন, ১নং ওয়ার্ড কমিশনার পদে মো. সোমেল আহমদ কলস প্রতিক নিয়ে ১৪৪ ভোট, দিলবর আলী আম প্রতিক নিয়ে ১৩১ ভোট ও সোয়েব মিয়া তালাচাবি প্রতিক নিয়ে কমিশনার নির্বাচিত হন, ৩নং ওয়ার্ডে আমির আলী মাছ প্রতিক নিয়ে ২০৬ ভোট, মোহছির আলী আম প্রতিক নিয়ে ১৫৬ ভোট ও হেলাল আহমদ আনরস প্রতিক নিয়ে ১৫৪ ভোট পেয়ে ৩নং ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। নির্বাচনে ফলাফল বিষয়টি নিশ্চিত করেন বণিক কল্যাণ সমিতি ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আরশ আলী রেজা।
এবারের বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, অর্থ সম্পাদক পদে ২জন, ১নং ওয়ার্ড কমিশিনার পদে ৬জন, ৩নংওয়ার্ড কমিশনার পদে ৪জন প্রার্থী অংশ গ্রহন করেন।
এদিকে, সহ-সভাপতি পদে আবদুর রুপ,সমাজ কল্যাণ সম্পাদক পদে ফখর উদ্দিন,২নং ওয়ার্ড কমিশনার পদে আনোয়ার আলী নিকটতম প্রতিদ্বন্ধী না থাকায় তারা নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার আরশ আলী রেজা বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়।