বিশ্বনাথে এ্যাডভোকেসী ওয়ার্কসপ ও উদ্বোধনী সভা
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ৫:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৬১৪ বার পঠিত
নিউজ সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা পর্যায়ে এ্যাডভোকেশী ওয়ার্কসপ ও উদ্বোধনী সভা রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্যোগে পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ-নুর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থকমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা.ইয়াসিন আরাফাত, অফিস সহকারী আলী আহমদ। এসময় উপজেলা স্বাস্থকমপ্লেক্সে বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।