বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ঔষুধ সংকট : জনদূর্ভোগ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ১:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৩০ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন::সিলেটের বিশ্বনাথে মানুষের উপকারে আসছে না কমিউনিটি ক্লিনিকগুলো। ক্লিনিকগুলো জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ঔষুধ দেয়ার বিধান রয়েছে। কিন্তু রোগীরা চিকিৎসা ফেলেও পাচ্ছেন না ঠিকমতো ঔষধ। কর্তৃপক্ষ জনসাধারণকে ঔষধ সংকটের কারণ দেখাচ্ছেন। উপজেলার ৮টি ইউনিয়নের ১৯টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। আর এস ক্লিনিক থেকে উপজেলার কয়েক শতশত হদ-দরিদ্র পরিবার লোকজন প্রতিদিন চিকিৎসা নেন।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ক্লিনিক গুলোতে ডাক্তার আছেন, রোগীও আছেন। তবে সংকট শুধু বিনামূল্যে বিতরনের ঔষুধের। ডাক্তাররা একের পর এক রোগীর চিকিৎসা করে বেশিরভাগ রোগেদের হাতে ধরিয়ে দিচ্ছেন শুধু প্রেসক্রিপশন। ঠিকমতো দিতে পারছেন না কোন বিনামূল্যে বিতরনের ঔষুধ। ফলে সরকারি ঔষুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে গরীব ও দুঃস্থ জনসাধারন। আর গরীব হওয়ার কারণে এসব রোগীরা রোগ নিরাময়ের জন্য বাহির থেকে ক্রয় করতে পারছেন না ঔষুধ। যার কারণে বিভিন্ন রোগকে সাথে নিয়েই দিন কাটতে হচ্ছে এসব সল্প আয়ের মানুষদেরকে। এতে তাদের পরিবারগুলোতেও নেমে আসছে দূর্ভোগ।
এলাকার আক্কাস আলী বলেন, ক্লিনিকের কর্মকর্তারা তাদের যখন ভালো লাগে তখন আসে। আবার চলে যায়। কোনো সময় ঔষধ দেয়, আবার দেয়না। বড় কর্তারা পরিদর্শনে কম আসেন বলে এখানকার কর্মকর্তারা নিজেদের ইচ্ছামতো চলাফেরা করেন।
রুমি বেগম বলেন, ডাক্তাররা চিকিৎসা শেষে হাতে ওষুধের পরিবর্তে ধরিয়ে দেন শুধু প্রেসক্রিপশন। ফলে এলাকার অনেকেই কমিউনিটি ক্লিনিক চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করছেন।
জমসেরপুর ক্লিনিকের সিএইচসিপি জিয়া উদ্দিন বলেন, রোগীদের উপস্থিতির তুলনায় ঔষধ কম পাওয়ার কারণে প্রায়ই আমাদেরকে গালিগালাজ শুনতে হয়। তারপরও আমরা সেবা দিয়ে যাচ্ছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক ইয়াসিন আরাফাত ওষুধ সংকটের সত্যতা স্বীকার করে বলেন, চাহিদার তুলনায় ওষুধ কমে আসে। তাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলো ওষুধের সংকট দেখা দিয়েছে।